রাশিয়ার টিউ-৯৫ বোমারু বিমান

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের
প্রশান্ত মহাসাগর উপকুল থেকে মাত্র ৫০ মাইল দূরে হানা দিয়েছিল রাশিয়ার
পরমাণু বোমবাহী বিমান বহর। এ সব বিমানের উপস্থিতি শনাক্ত করার পর  এগুলোকে
বাধা দেয় মার্কিন জঙ্গি বিমান। 






গত সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি)-এর মুখপাত্র।

এনওআরএডি-এর
মুখপাত্র এবং মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, বোমাবর্ষণের
অনুশীলন চালানোর সময় রাশিয়ার দু’টি টিইউ-৯৫ বিয়ার এইচ বিমান মার্কিন
আকাশসীমার কাছে চলে গিয়েছিল। সে সময় আলাস্কায় এ বহরের চারটি বিমান বোমা
হামলার মহড়া চালাচ্ছিল।





পরমাণু বোমাবহনে সক্ষম  চারটি রুশ বোমারু
বিমানের উপস্থিতি  মার্কিন রাডারে ধরা পড়ার পরই এগুলোকে বাধা দেয়ার জন্য 
মার্কিন বিমান বাহিনীর দু’টি এফ-২২ জঙ্গি বিমান পাঠানো হয়। মার্কিন জঙ্গি
বিমানের বাধার মুখে  চারটি রুশ বিমান ঘুরে দু’দিকে চলে যায়। অবশ্য রুশ
বোমারু বিমানের বহরটি মার্কিন আকাশসীমায় ঢোকে নি বলে জানিয়েছে মস্কো।


এদিকে, নিউক্লিয়ার থট ইনিশিয়েটিভ
নামের একটি অলাভজনক সংস্থা বলছে, রাশিয়ার মোট ৫৯টি টিইউ শ্রেণির বিমান আছে।
এর মধ্যে ২৯টি টিইউ-৯৫ এমএস৬ বিয়ার এইচ৬ এবং বাকি ৩০টি টিইউ-৯৫এমএস১৬
বিয়ার এইচ১৬ বিমান।   লক্ষ্যস্থানের ওপর প্রচলিত ও পরমাণু বোমা ফেলার জন্য
প্রয়োজনীয় যন্ত্রপাতি এসব বিমানে বসানো আছে বলে জানিয়েছে এ সংস্থা। পুরনো
হওয়া সত্ত্বেও এ সব বিমানকে রাশিয়ার কৌশলগত অস্ত্র হিসেবে গণ্য করা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের গত বছরের হিসাব অনুযায়ী, রুশ অস্ত্র ভাণ্ডারে
ব্যবহার উপযোগী অন্তত ১,৪০০টি পরমাণু বোমা প্রস্তুত রয়েছে।


সুত্র : (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.