Mizraku বা umtas তুর্কি ডিফেন্স ইন্ডাষ্টির লং রেন্জ এন্টি ট্যাংক মিসাইল।এটিকে মুলত তুর্কি এট্যাক হেলিক্পটার টি ১২৯ থেকে ফায়ার করার জন্য ডিজাইন করা হলেও এটিকে আর্মড ভিহেকেল নেভাল প্লাটর্ফোম ও ইউএভি থেকে ফায়ার করা যায়।মিসাইলটি ৮কিমি দূর থেকে শত্রুর অবস্থানে নিখুত ভাবে আঘাত হানতে পারে।মুলত ২টি ধাপে তুর্কি এই এন্টি ট্যাক মিসাইলের গবেষণা চলে।২০০৫ থেকে ২০০৮ সাল ধাপ ১ এর আওতায় এই এন্টি ট্যাংক মিসাইলের ডিজাইন করা হয় এবং ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত ২য় ধাপে এই এন্টি ট্যাংক মিসাইলের ডেভলপ করা হয় এবং তুর্কি এই মিসাইলটি ২০১৬ সালে সার্ভিসে আসে।