শ্রীলঙ্কায় চরমপন্থি বৌদ্ধদের হামলায় অন্তত তিন মুসলিম নিহত হয়েছে। গতকাল (রোববার) শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে রাতভর বৌদ্ধরা এ হামলা চালায়।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যাচ্ছে- আলুথগামা শহরের একটি মসজিদের কাছে উগ্রবাদী বৌদ্ধদের গুলিতে ওই তিন ব্যক্তি নিহত হন। গত কয়েক বছরের মধ্যে গতরাতের সংঘর্ষকে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ও বড় সাম্প্রদায়িক দাঙ্গা বলে মনে করা হচ্ছে।

শ্রীলঙ্কার আইন ও বিচারমন্ত্রী রউফ হাকিম জানিয়েছেন, হামলায় ৭৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন। এছাড়া, স্থানীয় কর্তৃপক্ষ মুসলমানদের ওপর বৌদ্ধদেরকে হামলার সুযোগ করে দিয়েছে বলেও রউফ হাকিম অভিযোগ করেন।

আলুথগামা ও পাশের বেরুওয়ালা শহরে কারফিউ জারি করা হয়েছে। বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কার মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ হচ্ছে মুসলমান।





-রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.