উত্তর কোরিয়া আজ(মঙ্গলবার) আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং এটি ছোঁড়া হয়েছে জাপান সাগরের দিকে । একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে সন্দেহ করা হচ্ছে। উত্তর কোরিয়ার রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে বলে পিয়ংইয়ং ঘোষণা দেয়ার একদিন পরই এ পরীক্ষা চালানো হলো।