""ট্রাম্প প্রশাসনে একের পর এক পদত্যাগ""
মার্কিন প্রেসিডেন্টের সদর দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্থনি স্ক্যারামুসির নাম ঘোষণার পর স্পাইসার পদত্যাগ করেন।