বাংলা নিউজ ডেস্ক:


দেখতে দেখতে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব ও প্লে-অফ শেষ হতে চললো। ৩২ দলের বিশ্বকাপের আসরের ৩১টি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। বাকি দলটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিশ্চিত হবে। ২০১৮ বিশ্বকাপ যেমন অনেকের স্বপ্ন পূরণ করেছে ঠিক তেমনি অনেককে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়েছে।


চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকার গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার গৌরব অর্জন করে আইসল্যান্ড।


রাশিয়ার বিশ্বকাপের শেষ স্থানটির জন্য লড়বে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পঞ্চম স্থান অর্জনকারী পেরু। দুই দলের মধ্যকার প্লে-অফের প্রথম লেগটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় লেগের ম্যাচে যেকোনো ব্যবধানে জিতলেই রাশিয়ার টিকিট মিলবে পেরুর। অন্যদিকে গোল করে ড্র করতে পারলে কিংবা জিতলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে নিউজিল্যান্ড।


নিয়ম অনুযায়ী, ইউরোপ থেকে সরাসরি ৯টি দল বিশ্বকাপে জায়গা করে নেয়। এছাড়া চারটি দল প্লে-অফের বাধা পেরিয়ে স্থান করে নেয় রাশিয়া বিশ্বকাপে। সবমিলিয়ে ইউরোপ থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় ১৩টি দল।


দক্ষিণ আমেরিকান অঞ্চল (কনমেবল) থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় ৪টি দল। বাছাইপর্বের পঞ্চম দলটিকে উতরাতে হবে প্লে-অফের বাধা।


এশিয়া থেকেও চারটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দলকে খেলতে হবে প্লে-অফে। আফ্রিকা থেকে ৫টি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দল প্লে-অফের বাধা পেরিয়ে জায়গা করে নেয়ার সুযোগ পাবে বিশ্বকাপে।উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাছাইপর্বের চতুর্থ দলটিকে খেলতে হচ্ছে প্লে-অফ।


ওশেনিয়া থেকে সরাসরি কোনো দল বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পায় না। ওশেনিয়ার দলগুলোকে তিন রাউন্ডের বাধা পেরিয়ে প্লে-অফে জায়গা করে নিতে হয়। এরপর প্লে-অফের বাধা পেরোলে তবেই বিশ্বকাপের টিকিট মেলে ওশেনিয়ার একটি দলের।


আসুন দেখে নেয়া যাক, কোন মহাদেশ থেকে কোন দলগুলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।-


এশিয়া: ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া (প্লে-অফ)।


আফ্রিকা: নাইজেরিয়া, মিসর, সেনেগাল, তিউনিসিয়া ও মরক্কো


কনক্যাকাফ: মেক্সিকো, কোস্টারিকা ও পানামা


কমমেবল: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া


ইউরোপ: রাশিয়া, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইজারল্যান্ড (প্লে-অফ), ক্রোয়েশিয়া (প্লে-অফ), সুইডেন (প্লে-অফ) ও ডেনমার্ক (প্লে-অফ)।