বাংলা নিউজ ডেস্ক:
পাকিস্তানের ঝড়ো গতির পেসার মোহাম্মদ আমির এবার নাম লিখিয়েছেন ঢাকা ডায়নামাইটসে। দুর্দান্ত ফর্মে থাকা আমির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে অবশেষে চলে আসলেন বিপিএলে মাতাতে।
আজ বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তিনি।ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
হয়তো ঢাকার পরের ম্যাচেই মাঠে নামবেন পাকিস্তানের বাম-হাতি এই পেসার।আমিরের ক্যারিয়ারে বিপিএল একটি বিশাল মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর দেশের বাইরে প্রথম এই বিপিএলেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি।বিপিএলের তৃতীয় আসরে খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে।