বাংলা নিউজ ডেস্ক:



বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামেগুলোতে বিদু্যৎ সংযোগ দেয়ার নামে সহস্রাধিক পরিবারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালালরা। ২-৩ বছরেও বিদু্যৎ সংযোগ না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রচেষ্টায় শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামে সংযোগ দিয়ে আসছে বিদুৎ বিভাগ। সেই সুযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এমপির নাম ভাঙ্গিয়ে উপজেলার মির্জাপুরের মাগুরগাড়ী, সুখানগাড়ী, মাথাইলচাপড়, শিয়ালবর্ষ, ভাদাইশপাড়া, শংকরহাটা, তালতা (ধাপ), রাজবাড়ী বুড়িতলা, কাশিয়াবালা এলাকার ৫ শতাধিক, সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের ২৫০টি পরিবার, ভবানীপুর ইউনিয়নের আমিনপুর আড়ালিয়া আদর্শগ্রাহ পৌনে ৫ কিলোমিটার এলাকার ৩ শতাধিক অবহেলিত ও বিদু্যৎ সুবিধাবঞ্চিত গ্রামবাসীদের মধ্যে বৈদু্যতিক খুঁটি ও সংযোগ দেয়ার নামে মিটার প্রতি তিন থেকে সাত হাজার টাকা করে আদায় করে।দীর্ঘদিনেও বিদু্যৎ সংযোগ না পাওয়ায় ভুক্তভোগীরা ৬ সেপ্টেম্বর বগুড়া জেলা প্রশাসক, দুর্নীতিদমন কমিশনসহ সরকারের সংশিস্নষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ প্রসঙ্গে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান বলেন, আমি এ সবের কিছুই জানি না। আমার নাম ভাঙ্গিয়ে কেউ বা কোনো চক্র এমন কাজ করে থাকলে তাদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।