বাংলা নিউজ ডেস্ক:

মোবাশ্বেরুল হাবীব:



চারিদিকে বাবা আর বাবা, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় ইয়াবার গুজ্নন। কম বয়সী কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ব্যাধি। সহজলভ্যতার কারণে দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম সহ   বিভিন্ম মফস্বল  এলাকায় । গ্রাস করে দিচ্ছে হাজারো বাবা মায়েল স্বপ্ন। দিনের পর দিন বিভিন্ন পত্রপত্রিকায় এর নির্মূলে  বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও দিনে দিনে এর সহজলভ্যতা বেড়েই চলেছে। তা হলে ইয়াবার নির্মূল কি সম্ভব নয়? -এ প্রশ্ন সাধারন মানুষের।

  

ইয়াবায় দেশ ছেয়ে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে।





বুধবার জাতীয় সংসদে এমপি রুস্তম আলী ফরাজীর এ সংক্রান্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আনীত মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে একথা বলেন মন্ত্রী।


ফরাজী বলেন, দেশ মাদকের আগ্রাসনে জর্জরিত। প্রতিটি শহর, গ্রাম, এমনকি বাড়ি বাড়িতেও বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পৌঁছে যাচ্ছে। ফলে স্কুল-কলেজের ছেলেরা অতি সহজে মাদকাসক্ত হয়ে পড়েছে। তিনি এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরেন।





 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নেয়ার পরও বান্দরবনের একটা দুর্গম এলাকায় নজরদারি বাড়াতে পারি না। সে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সীমানা সড়ক করার চেষ্টা করছি। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মিয়ানমারের সঙ্গে আলোচনা করছে, যাতে ইয়াবা না আসে, কিন্তু এখনও সে চুক্তিতে যেতে পারিনি। যে চুক্তিটি ভারতের সঙ্গে করতে আমরা সমর্থ হয়েছি।তিনি আরও বলেন, ইয়াবার ভয়াবহতা অনেক, এটা এখন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখানে ঘুরে দাঁড়াতে হবে জনসাধারণকে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে বলেছি এ বিষয়ে যাতে ছাত্র-ছাত্রীদের বলে। জুম্মার খুতবায় যেন ইমাম সাহেব সবাইকে এ বিষয়ে সচেতন করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলখানাগুলোতে নজরদারি বাড়িয়েছি। জেলে মাদক ব্যবসায়ীরা শাস্তি ভোগ করছে। তারা জেলখানায় রয়েছে। বর্ডার লাইন সিল করছি। আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। তবে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে। বাবা-মাকে সচেতন হতে হবে। তা হলে ঐশীর মতো আর কোনো সন্তান বাবা-মাকে হত্যা করতে পারবে না।