পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহীর সুনাম রয়েছে। দূষণ কমানোয় এরই মধ্যে বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে এই মহানগরী।
শিক্ষানগরী হিসেবেও রয়েছে আলাদা পরিচিতি। কিন্তু এসব স্বীকৃতি-পরিচিতি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে দখলের থাবায়। বিখ্যাত সেই পদ্মার পাড় থেকে শুরু করে সিটি করপোরেশনের জায়গা, রেলের জমি, সড়ক ও দখলে বিক্ষত রাজশাহীজনপথ (সওজ)

১. রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ে শহীদ মিনারের পেছনের জায়গা দখল করে তৈরি হয়েছে ‘ওয়াই এম’ নামের একটি স্পোর্টিং ক্লাব।
২. মহানগরীর পদ্মার পাড় ঘেঁষে বড় কুঠি থেকে মুন্নুজান মুক্ত মঞ্চের আগ পর্যন্ত শহর রক্ষা বাঁধ দখল করে তৈরি করা হয়েছে ফাস্ট ফুডের দোকান।
৩. কাটাখালী পৌর এলাকার পশ্চিম শ্যামপুরে নদীর সঙ্গে সংযোগকৃত একটি খালের মাঝখানে গড়ে তোলা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়।
৪. শহর রক্ষা বাঁধের দক্ষিণ দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন জমি দখল করে তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ও সম্মেলনকেন্দ্র। তবে কারাগার কর্তৃপক্ষের দাবি, এটি তাদের নিজস্ব জমি।